নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর ।। রাজ্যের বিভিন্ন ব্লকের বহুকোটি টাকার অর্থ লোপাটের ঘটনা এবং রাজ্যে প্রকাশ্য রাজপথে চন্দ্রপুর কালী বাড়ীতে তালিবানী কায়দায় মহিলার উপর বর্বর অত্যাচারের প্রতিবাদে এবার পথে নেমেছে আমরা বাঙালি। বৃহস্পতিবার প্যারাডাইস চৌমুহনীতে ৭ ঘন্টার গন অবস্থানে বসে আমরা বাঙালি। গন অবস্থানে ভাষন রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন অপশাসনের দিক তুলে ধরে আমরা বাঙ্গালির শীর্ষ নেতৃত্বরা। অর্থ লোপাট এবং নারী অত্যাচার ছারাও বেকারদের কর্ম সংস্থান ও রাজ্যের কর্মচারীদের বঞ্চনার প্ররতিবাদে এই গন অবস্থানে বসেন তারা।
