গোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল ৷৷ ভারতের ছাত্র ফেডারেশন, পূর্বাঞ্চল অঞ্চল কমিটির উদ্যোগে খোয়াইয়ের সোনাতলা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে সৌমেন্দ্র সূত্রধর স্মৃতি অবৈতনিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবার। কুড়ি দিন ব্যাপী এই অবৈতনিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন তথা প্রাক্তন শিক্ষক কঙ্কণ পুরকায়স্থ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগিয় সম্পাদক প্রনব ধর, সভাপতি সুমিত দেবরায়, অঞ্চল সম্পাদক নারায়ন নমঃ দাস সহ অন্যান্যরা। এই অবৈতনিক শিক্ষা কেন্দ্রে বাংলা, ইংরেজী, অংক, বিজ্ঞান সহ সাংস্কৃতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে শিক্ষকরা শিক্ষাদান করবে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ছাত্রছাত্রীদের পাঠদানের পাশাপাশি উপযুক্ত শিক্ষক দ্বারা আগামী দিনে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহনে সাহায্য করার লক্ষ্যেই ভারতের ছাত্র ফেডারেশনের এই উদ্যোগ। রাজ্যের সর্বত্রই অবৈতনিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে পাঠদানের ব্যবস্থা করে এস এফ আই। এবছরও তার ব্যতীক্রম হয়নি।