বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ এপ্রিল ৷৷ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও এন এস ইউ আই-র ডাকে ১২ দফা দাবীর ভিত্তিতে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক পদযাত্রা। আগামী ২৮শে মে, ২০১৭ ত্রিপুরা বন্ধের সমর্থনে এই পদযাত্রা শুরু হয় ২০ এপ্রিল সাব্রুম থেকে। ২১শে এপ্রিল এই পদযাত্রা শান্তিরবাজার এসে উপস্থিত হয়। আগামী ২৫শে এপ্রিল আগরতলায় এসে এই পদযাত্রার সমাপ্তি হবে বলে জানান যুব কংগ্রেসের নেতৃবৃন্দ। এই পদযাত্রায় অংশগ্রহন করেন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি রমেশ দাস সহ অন্যান্যরা।