নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে উদ্বোধন হল তথ্য প্রযুক্তি ভবন। ৮৯,২৯২ বর্গফুট কার্পেট এরিয়ায় ছয়তলা বিশিষ্ট এই তথ্য প্রযুক্তি ভবনের প্রথম তলে রয়েছে রাজ্য তথ্য কেন্দ্র। এখানে রাজ্যের বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার ও ই-গভর্নেন্স অ্যাপ্লিকেশন থাকবে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে শিল্প স্থাপনের এবং দেশ বিদেশের বিভিন্ন আই টি সংস্থাকে রাজ্যে বিনিয়োগের জন্য ভবনের উপরের তিন তলা ভারত সরকারের অধীনস্থ সংস্থা সফটওয়ার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর ইন্দ্রনগরস্থিত তথ্য প্রযুক্তি ভবনের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, সফটওয়ার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ডঃ ওঙ্কার রাই, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু। ভবনটি নির্মাণে রাজ্য সরকারের ৫০ কোটি টাকা ব্যয় হয়েছে।