২২টি সোশ্যাল সাইটকে নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর প্রশাসন

amজাতীয় ডেস্ক ৷৷ অপব্যবহারের যুক্তিতে উপত্যকায় ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ সমেত ২২টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। প্রশাসনের মতে, এগুলির অপব্যবহার করে সমস্যা সৃষ্টি করছে দেশ-বিরোধী ও সমাজ-বিরোধী শক্তিগুলি। এদিন জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি (স্বরাষ্ট্র) আর কে গয়াল জানান, আগামী একমাস অথবা পরবর্তী নির্দেশ পর্যন্ত উপত্যকায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তিনি বলেন, জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের স্বার্থে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এই প্রেক্ষিতে, উপত্যকার সকল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেওয়া হয়েছে, এই মর্মে যথাযথ ব্যবস্থাগ্রহণ করতে। জানা গিয়েছে, যে সোশ্যাল মিডিয়ার ওপর এদিন কোপ পড়ল সেগুলি হল—ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, কিউকিউ, কিউজোন, গুগল প্লাস, স্কাইপে, লাইন, স্ন্যাপচ্যাট, পিন্টেরেস্ট, ইউটিউব, ভাইন ও ফ্লিকার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*