দিল্লি পুরসভা বিজেপির দখলে, বিজেপি ১৮১, আপ ৪৮, কংগ্রেস ৩০

bjpজাতীয় ডেস্ক ৷৷ দিল্লীতে বিজেপির হ্যাটট্রিক। তৃতীয়বারের জন্য তারা দখল করে নিল দিল্লি পুরসভা। দিল্লি পুরসভায় মোট ওয়ার্ড ২৭২টি হলে দুই কেন্দ্রের প্রার্থীর মৃত্যুর জেরে রবিবার ভোট হয় ২৭০টি আসন। ম্যাজিক ফিগার ১৩৬। এই ২৭০টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ১৮১টি আসন। ঘরের মাঠে পর্যুদস্ত হয়েছে আম আদমি পার্টি। পেয়েছে মাত্র ৪৮টি আসন। কংগ্রেস আরও নীচে। তাদের হাতে সাকুল্যে ৩০টি আসন। অন্যান্য জিতেছে ১১টি ওয়ার্ডে। দিল্লিতে বিপর্যয়ের পর অরবিন্দ কেজরীবাল ট্যুইট করে বলেছেন, দিল্লি পুরভোটে জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানাই। দিল্লির উন্নতির স্বার্থে দিল্লি পুরসভার সঙ্গে একযোগে কাজ করবে আমার সরকার। হারের পরই দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অজয় মাকেন। দিল্লির পর্যবেক্ষকদের পদ থেকে ইস্তফা দিয়েছেন পি সি চাকো! মাকেন ঘুরিয়ে হলেও বুঝিয়ে দিয়েছেন, ভোটে কংগ্রেসের কোন্দল ছিল বড় কাঁটা। তিনি বলেন, পরাজয়ের দায় স্বীকার করে সভাপতি পদ থেকে ইস্তফা দিলাম। শীলা দীক্ষিও ও সন্দীপ দীক্ষিত গত ২ বছর ধরে আমাকে আক্রমণ করে গিয়েছেন। কিন্তু, আমি কোনও জবাব দিইনি, দেবও না। তবে, কংগ্রেসের কাছে আশার আলো বলতে ২০১৫-র দিল্লি নির্বাচনে তারা যেখানে মাত্র ৮ শতাংশ ভোট পেয়েছিল, এবার পুরভোটে তাদের ভোট বেড়ে হয়েছে প্রায় ২১ শতাংশ। এদিন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ৯.৬ শতাংশ থেকে বেড়ে কংগ্রেসের ভোট ২০ শতাংশ হয়েছে। দিল্লি নেতৃত্ব ভাল কাজ করেছে, তাদের উপর ভরসা আছে। মাকেনের ইস্তফা নিয়ে দল ভেবে দেখবে। উত্তর দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লি—এই তিন পুরসভা মিলে দিল্লি পুরসভা। গত ২ বার এই পুরসভা নিজেদের দখলে রাখে বিজেপি। এবার তাদের হ্যাটট্রিক। এর জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রঝানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেপিকে ভরসা করায় দিল্লির মানুষের প্রতি কৃতজ্ঞ। এমসিডি ভোটে মসৃণ জয় সম্ভব হওয়ায় দিল্লির বিজেপি নেতা-কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করছি। ধন্যবাদ জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহও এদিন কলকাতায় তিনি বলেন, অপ্রত্যাশিত জয়ের জন্য দিল্লিবাসীকে কৃতজ্ঞতা জানাই। দিল্লি বুঝিয়েছে, নেতিবাচক ও অজুহাতের রাজনীতি চলবে না।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*