নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ৷৷ রাজ্য অর্থ এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহার অসুস্থতার সংবাদে উৎকণ্ঠা দেখা দেয় বিভিন্ন মহলে। মঙ্গলবার দুপুরে মন্ত্রীসভার বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। মন্ত্রীকে সঙ্গে সঙ্গে নিজের চম্বারে নিয়ে আসা হয়। জি বি হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের টিম মহাকরণে ছুটে এসে মন্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করেন। জানা যায়, হঠাৎ ব্লাড সুগার লেভেল কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। অবশেষে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সুস্থ হয়ে উঠার সংবাদে বিভিন্ন মহলে উৎকণ্ঠার অবসান হয়েছে।