প্রয়াত বর্ষীয়াণ অভিনেতা বিনোদ খন্না

bkতারায় তারায় ডেস্ক ৷৷ প্রয়াত হলেন বিনোদ খন্না। বয়স হয়েছিল ৭০ বছর, ক্যানসারে ভুগছিলেন তিনি। আজ সকালে মুম্বইয়ের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৩১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন একসময়ের পর্দায় ঝড় তোলা অত্যন্ত সুদর্শন এই অভিনেতা। ছেলে রাহুল খন্না জানান, শরীরে জলাভাবের জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রীতিমত অসুস্থ অবস্থায় তাঁর একটি ছবি ভাইরাল হয়ে যায়। পরিবার থেকে জানানো হয়, ভাল আছেন তিনি, সুস্থ হয়ে উঠছেন। যদিও তখনই শোনা যায়, সম্ভবত ক্যানসার হয়েছে তাঁর। পঞ্জাবের গুরুদাসপুর কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন তিনি। কিন্তু বিনোদ খন্নার রাজনৈতিক কেরিয়ারের সাফল্য কখনওই তাঁর ফিল্মি কেরিয়ারকে ছুঁতে পারেনি। ১৯৬৮-তে বড় পর্দায় অভিষেক থেকে তিনি ১৪০-এর বেশি ছবিতে কাজ করেছেন। শাহরুখ খান-কাজলের দিলওয়ালে-তেও দেখা গিয়েছে তাঁকে। টিপিক্যাল ম্যাটিনি আইডল এই নায়ক তাঁর পরিশীলিত, শহুরে আবেদনের জন্য বিখ্যাত ছিলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা সুদর্শন এই অভিনেতা অ্যাকশন রোলেও ছিলেন দুর্দান্ত। অমর আকবর অ্যান্টনি, কুরবানি, অচানক- একের পর এক সুপার ডুপার হিট ছবি দিয়েছেন তিনি। একটা সময় তাঁকেই মনে করা হত অমিতাভ বচ্চনের যোগ্য প্রতিদ্বন্দ্বী। কিন্তু আধ্যাত্মিকতায় আকৃষ্ট হয়ে পড়ায় কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ সময় তিনি বলিউডে ছিলেন না। তাঁর ২ পুত্র অক্ষয় ও রাহুলও রয়েছেন বলিউডে। তবে বাবার মত সাফল্য তাঁরা পাননি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*