বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ এপ্রিল ৷৷ বজ্রাঘাতে প্রান হারাল এক ব্যাক্তির। ঘটনা শান্তিরবাজার মহকুমার কালাছরার উদয় রিয়াং পাড়ায়। জানা যায়, মঙ্গলবার রাতে বৃষ্টির সময় চন্দন দেববর্মা (৪৫) নামে এক ব্যাক্তি বাইরে থেকে তার বাইসাইকেলটি ঘরে আনার সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রান হারায় তিনি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।