নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল ৷৷ লোকাযুক্ত ত্রিপুরা হিসেবে শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুবল বৈদ্য। বৃহস্পতিবার রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি সুবল বৈদ্যকে লোকাযুক্ত, ত্রিপুরা হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। উক্ত অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রীসভার সদস্যগণ, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা ও অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।