জাতীয় ডেস্ক ৷৷ এয়ার ইন্ডিয়ার বিমানে দুবাই থেকে দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে এসে নিজেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট বলে দাবি করলেন এক ব্যক্তি। মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিক নামে এই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। তিনি জানিয়েছেন, আইএসআই-এর সঙ্গে এখন আর কোনও সম্পর্ক নেই। তিনি ভারতে থাকতে চান। রফিককে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে জেরা করছেন গোয়েন্দারা। দুবাই থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল রফিকের। কিন্তু কাঠমান্ডুর উড়ান ধরার বদলে হেল্প ডেস্কে গিয়ে তিনি বলেন, আইএসআই-এর বিষয়ে কিছু তথ্য দিতে চান। হেল্প ডেস্কে থাকা মহিলা হকচকিয়ে গিয়ে নিরাপত্তারক্ষীদের খবর দেন। এরপরেই জেরার জন্য নিয়ে যাওয়া হয় রফিককে।