প্রথমবারের মতো রেলে করে কুমারঘাট গেলেন মূখ্যমন্ত্রী

cm cm.jpg1 cm.jpg2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল ৷৷ উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক সীমায় অবস্থিত দুর্গম পাহাড়ী রাজ্যে মিটার গেজ পরিষেবা বহু আগেই চালু হলেও ১৩শে জুলাই, ২০১৬ (রবিবার) ত্রিপুরার ইতিহাসে যুক্ত হয়েছিল নতুন এক অধ্যায়। সেই ক্ষেত্রে ১৩শে জুলাই, ২০১৬ ত্রিপুরায় ব্রডগেজ রেলের সম্প্রসারণ হলেও রাজ্যের মূখ্যমন্ত্রীকে কখনই রেলে উঠতে দেখা যায়নি। শুক্রবার প্রথমবারের মতো রেলে উঠলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। জানা যায়, সি পি আই (এম)-র কৃষক সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার আগরতলা রেল স্টেশন থেকে স্লিপার ক্লাসে পার্টির কয়েকজন নেতা নিয়ে কুমারঘাট গিয়েছেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*