আগরতলা, ২৯ এপ্রিল ৷৷ আসাম রাইফেলসের লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান শনিবার সন্ধ্যায় সচিবালয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে শ্রী চৌহানের সঙ্গে আসাম রাইফেলসের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মূখ্যমন্ত্রী আসাম রাইফেলসের লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের হাতে স্মারক উপহার তুলে দেন।