দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ বার মাসের তের পার্বণের পরিক্রমায় শনিবার ছিল শুভ অক্ষয় তৃতীয়া। গোতা দেশের সাথে রাজ্যেও ধর্মীয় প্রথা অনুযায়ী দিনটি পালিত হয়। মন্দিরগুলোতে ভক্তপ্রান মানুষের উপস্থিতি দেখা গেছে। শাস্ত্র মতে শুভ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যে কোনো শুভ কাজ অক্ষয় হয়ে থাকে। এই দিনে অনেকে বাড়ি ঘর আরম্ভের কাজ শুরু করে থাকে। দোকান যাত্রও হয়ে থাকে। শাস্ত্র মতে আজকের দিনই ভাগিরথ স্বর্গ থেকে গাঙ্গাকে মর্তে এনেছিলেন। এই দিনে হাজার হাজার পুনার্থীরা গঙ্গা স্নান করে পূন্ন সঞ্চয় করেন যা সারা জীবন অক্ষয় হয়ে থাকে বিশ্বাস করেন ধর্মপ্রাণ মানুষেরা।