নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ রাজধানীর শ্যামলীবাজারস্থিত স্কুল অফ সাইন্সে রবিবার বেলা ১১টায় ২০১৭ সালের জে ই ই (মেইন) পরীক্ষায় উত্তীর্ণ একলভ্য মডেল রেসিডেন্টসিয়াল স্কুলের ৮ জন উপজাতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এই সকল ছাত্রছাত্রীদের কোচিং প্রদান করে স্কুল অফ সাইন্স এবং তার ব্যবস্থাপনায় ছিল ত্রিপুরা সরকারের ‘ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্টসিয়াল এডুকেশন্যাল সোসাইটি। এখানে উল্লেখ্য যে, এই সকল ছাত্রছাত্রী আই আই টি (জে ই ই, এডভান্স) পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপজাতী ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিল আকাশ জমাতিয়া, বোয়ের দেববর্মা, প্রণব রিয়াং, লক্ষ্মী দেবী চাকমা, শীয়ারী জমাতীয়া, নিউটন দেববর্মা, মার্টিন দেববর্মা এবং অরশীত দেববর্মা। স্কুল অফ সাইন্স আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন সংস্থার কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য। সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মানুষের মত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন সংস্থার কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য।