নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ শহরের বুকে শক্তি প্রদর্শন করল বজরঙ্গ দল। বিশ্ব হিন্দু পরিষদের বজরঙ্গ দলের স্বেচ্ছাসেবকরা রবিবার আগরতলার রাজপথে এক সুসজ্জিত মিছিল সংগঠিত করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মিলিত হয়। চাম্পামুড়ায় বজরঙ্গ দলের প্রশিক্ষণ শিবির শেষে স্বেচ্ছাসেবকরা শহরের বুকে তাদের শক্তি প্রদর্শন করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সমাবেশ সংগঠিত করে। সমাবেশে উপস্থিত ছিলেন বজরঙ্গ দলের সর্বভারতীয় সংগঠন মন্ত্রী মনোজ ভরমা, উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যরা। সমাবেশ বক্তারা বজরঙ্গ দলের লক্ষ্য, আদর্শ নিয়ে কথা বলেন। বক্তারা কাশ্মীর ইস্যু, গোমাতা ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।