গোপাল সিং, খোয়াই, ০২ মে ৷৷ খোয়াই থানার অন্তর্গত ধলাবিল গ্রাম পঞ্চায়েতের পাল পাড়ার ১৫ বছরের ছেলে সুরজিত শীল গত রবিবার সকাল ৯টায় বাড়ী থেকে বেড় হওয়ার পর আর বাড়ী ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে সোমবার খোয়াই থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয়। এলাকাবাসী সন্মিলিত ভাবে খোঁজ চলাকালীন খোয়াই নদীর চরে সুরজিত এর চটি জুড়ো, সাইকেল, পেন্ট ও মোবাইল পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুভজিৎ শীলের পিতা মাতা চোখের জল ফেলছেন।