নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে ৷৷ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল ‘শিক্ষা ভবনের’। শিক্ষার সঙ্গে যুক্ত পাঁচটি দপ্তরের অধিকর্তার কার্যালয়কে ‘শিক্ষা ভবন’ এর একই ছাদের তলায় আনা হয়েছে। এই বাড়ীটির উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার আগরতলা অফিস লেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্মিত এই শিক্ষা ভবনের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। এর সাক্ষী থাকতে শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত নবীন প্রবীন অনেকেই ভীড় জমিয়েছিলেন। ৮৬১০ স্কোয়ার মিটার এলাকা নিয়ে সমগ্র বাড়ীটি গড়ে উঠেছে। বাড়ীটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি টাকা। বাড়ীটি নির্মাণের দায়িত্বে ছিল রাজ্য সরকারের পূর্ত দপ্তর। এর গ্রাউন্ড ফ্লোরে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার অধিকর্তার কার্যালয় ছাড়া রয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের অফিস। দ্বিতলে রয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়। তৃতীয় তলে রয়েছে সেকেন্ডারী এডুকেশন অধিকর্তার কার্যালয়। চতুর্থ তলায় রয়েছে এলিমেন্টরী এডুকেশন অধিকর্তার কার্যালয়। সর্বশেষ অর্থাৎ পাঁচ তলায় রয়েছে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তার কার্যালয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মূখ্যমন্ত্রী অতীতের সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরেন। ‘শিক্ষা ভবন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ বিশ্বনাথ সাহা। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক।