নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর ।। ত্রিপুরা মেডিকেল কাউন্সিলের ভোট নিয়ে ATGDA-এর বিরুদ্ধে চাপা ক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। ত্রিপুরা মেডিকেল কাউন্সিলের ভোটে ক্ষমতাসীন দলের নেপথ্যের ভূমিকা নিয়ে রিটার্নিং অফিসার এবং স্ক্রুটিনি কমিটি নিয়েও ত্রিপুরা ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক ডাঃ কৌশিক চক্রবর্তী ক্ষমতাসীন দলের ভূমিকার তীব্র নিন্দা করেছেন। ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল ধরে বাতিল করলেন ডাঃ দিলীপ কুমার দাসের মনোনয়নপত্র। ভোটের প্রতিক্রিয়ায় অবৈধভাবে জয়ের নকশা তৈরী হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাঃ কৌশিক চক্রবর্তী।