বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ মে ৷৷ গত ৩০ এপ্রিল শান্তিরবাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় রাজিব দেবনাথ ও বিশ্বজিৎ দাসের নেতৃত্বে ৮০ পরিবারের সি পি আই (এম) কর্মী বিজেপি’তে যোগযান করেন। রাজিব দেবনাথ পশ্চিম কাঁঠালিয়া ডি ওয়াই এফ-র সম্পাদক ও বিশ্বজিৎ দাস ডি ওয়াই এফ শান্তিরবাজার শহর অঞ্চল কমিটির সদস্য ছিল। বুধবার সাংবাদিক সন্মেলন করে ডি ওয়াই এফ-র নেতা জহওর দেবনাথ বলেন, বিজেপি সংবাদ মাধ্যম দিয়ে অপপ্রচার চালিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাসিত এই সংবাদ মিথ্যা বলে দাবী করেন।