দুই ভারতীয় জওয়ানকে খুন করে তাঁদের মুণ্ডচ্ছেদের বদলা নেওয়া হবে, বললেন সেনাপ্রধান রাওয়াত

spজাতীয় ডেস্ক ৷৷ পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে দুই ভারতীয় জওয়ানকে খুন করে তাঁদের মুণ্ডচ্ছেদের ঘটনা নিয়ে এই প্রথম মুখ খুললেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, পাকিস্তানের এই বর্বরোচিত হামলার বদলা নেওয়া হবে। তিনি বলেছেন, এ ধরনের হামলার উপযুক্ত জবাব দেবে নিরাপত্তা বাহিনী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাওয়া হলে জেনারেল রাওয়াত বলেছেন, আগে থেকে বলে কিছু করা হবে না। ব্যবস্থা নেওয়া হলে সবাইকে জানানো হবে। সেনাপ্রধান জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ রুখতে আরও জোরাল ব্যবস্থা গ্রহণ করেছে সেনা। জেনারেল রাওয়াত সেই সঙ্গে সতর্ক করে বলেছেন, বরফ গলতে শুরু করার পর গ্রীষ্মে জঙ্গিদের অনুপ্রবেশ আরও বাড়তে পারে। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় অনুপ্রবেশ রুখতে আরও জোরাল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ভাইস চিফ অফ আর্মি স্টাফ সরথ চাঁদ বলেছিলেন, দুই জওয়ানকে হত্যা ও তাঁদের মুণ্ডচ্ছেদের ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী হতাশার মনোভাবই ধরা পড়েছে। এ ধরনের ঘটনার দায় তারা ঝেড়ে পারবে না। চাঁদও বলেছিলেন, ওই ঘটনার জবাবে কী করা হবে তা তিনি বলতে চান না। উপযুক্ত সময় ও জায়গায় পাকিস্তানকে জবাব দেওয়া হবে। পাকিস্তান বলছে, তারা ওই কাজ করেনি। তাহলে কে ওই কাজ করেছে। ওদের লোকজনই এখানে এসে এই ঘৃণ্য কাজ করেছে। তাই পাকিস্তানকেই এই ঘটনার দায় নিতে হবে এবং এর ফল ভুগতে হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*