গোপাল সিং, খোয়াই, ০৪ মে ৷৷ বৃহস্পতিবার দুপুরে খোয়াই নতুন টাউন হলে খোয়াই খাদ্য দপ্তরের উদ্যোগে গনবন্ঠন ব্যবস্থা ও চিহ্নিত গনবন্ঠন ব্যবস্থা বিষয়ক খোয়াই মহকুমা ভিত্তিক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। এছাড়াও বিধায়ক বিশ্বজিৎ দত্ত, মহকুমা শাসক প্রসুন দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই কর্মশালায় মহকুমার সমস্ত রেশন ডিলার সহ গ্রাম পঞ্চায়েত, এ ডি সি ভিলেজ ও পুর পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভুক্তাদের রেশনিং বিভিন্ন সমস্যা সহ রেশন কার্ড ডিজিটিলাজেশনের উপর বক্তারা আলোচনা করেন।