পানাজি, ০৮ নভেম্বর ।। গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লক্ষ্মীকান্ত পারসেকর। শনিবার ৪টের সময় শপথ নেন তিনি।
শনিবার দুপুরেই গোয়া বিধানসভার নেতা নির্বাচিত হয়েছেন পারসেকর। সর্বসম্মতভাবে গোয়ার নতুন মুখ্যমন্ত্রী রূপে নির্বাচিত হয়ে পারসেকর জানিয়েছেন তিনি অত্যন্ত খুশি।
শনিবার বেলা ২টো ৪৫ নাগাদ সংবাদমাধ্যমের কাছে গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে লক্ষ্মীকান্ত পারসেকরের নাম ঘোষণা করেন বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি। গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর পরিকরই মুখ্যমন্ত্রী পদে পারসেকরের নাম প্রস্তাব করেন বলে জানিয়েছেন তিনি। উপ-মুখ্যমন্ত্রী ফ্রান্সিস ডি’সুজাও সমর্থন করেন এই প্রস্তাব।
পরিকরের আমলে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পারসেকর।
ইতিমধ্যে, গোয়ার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন মনোহর পরিকর। কেন্দ্রীয় মন্ত্রীসভায় তাঁকে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা শোনার প্রধানমন্ত্রীর ইচ্ছানিযায়ী পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন পরিকর। রবিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদলে সম্ভবত প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন তিনি।
উপ-মুখ্যমন্ত্রী পদে বহাল থাকছেন ফ্রান্সিস ডি’সুজা।
ছবি সৌজন্যে দূরদর্শন।