বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ মে ৷৷ ৩৬ শান্তিরবাজার মন্ডল বিজেপির উদ্যোগে সি পি আই (এম) সমর্থিত সি আই টি ইউ-র বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ জাতীয় সড়ক অবরোধ করল শুক্রবার। অভিযোগ, বৃহস্পতিবার বিজেপি আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন কিছু অটো ড্রাইভার। সেই অপরাধে শুক্রবার তারা স্ট্যান্ডে অটো নিয়ে এলে তাদের অটো চালাতে বাঁধা দেয় এবং ছাড়পত্র দেয়নি সি আই টি ইউ-র কর্মকর্তারা। এরই প্রতিবাদে ৩৬ শান্তিরবাজার মন্ডল বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে অটো চালকদের নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট অবরোধ চলার পর মহকুমা শাসক বিশ্বশ্রী বি এর আশ্বাসে অবরোধ তুনে নেয় অটো চালকরা।