বিশ্বযুদ্ধে মুখোমুখি আর্জেন্তিনা-জার্মানি, বিস্ফোরণের অপেক্ষায় গোটা পৃথিবী

১৪ জুলাই/(NUT) : মারাকানায় মহারণ৷ মুখোমুখি আর্জেন্তিনা-জার্মানি৷ রবিবার রাত সাড়ে বারোটায় বিশ্বযুদ্ধের শেষ লড়াই৷ কী হবে? কাদের মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট? আর্জেন্তাইন ডিফেন্সের প্রাচীরে কি থমকে যাবে জার্মানির বিজয়রথ? প্রথম সেমিফাইনালের পুনরাবৃত্তি ঘটবে কি রবিবারের মারাকানায়? মেসি জ্বলে উঠবেন? বিশ্বকাপের ফাইনালে নামার আগে এখন এই প্রশ্নই দুই দলের সমর্থকদের চোখেমুখে৷
একদিকে, মুলার, ক্লোসে, ন্যুয়েরদের জার্মানি৷ অন্যদিকে মেসি, মাসচেরানোদের আর্জেন্তিনা৷ সেমিফাইনালে ৭-১ গোলে আয়োজক দেশ ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছে জোয়াকিম লো’র ছেলেরা৷ অন্যদিকে, শেষ চারের লড়াইয়ে ডাচদের পেনাল্টিতে হারিয়ে মারাকানায় খেলার যোগ্যতা অর্জন করেছে আলেসান্দ্রো সাবেয়ার আর্জেন্তিনা৷
মোটামুটি দু’দলই তাদের প্রথম এগারো অপরিবর্তিত রাখছে৷ আর্জেন্তিনাকে হারিয়ে এবার সোনার কাপ হাতে তুলতে হলে তাদের আঁটোসাটো রক্ষণ ভাঙার নীল-নক্সা বানিয়ে ফেলেছেন জোয়াকিম লো৷ সেমিফাইনালে নেদারল্যান্ডসকে আটকে দিয়েছিল নীল-সাদারা৷ গোটা টুর্নামেন্টে রবেন, ফন পার্সিরা প্রচুর গোল করেছেন৷ কিন্তু আর্জেন্তিনার বিরুদ্ধে কার্যত অসহায় দেখায় তাঁদের৷ মার্কোস, জাবালেতাদের টপকে গোল করাই জার্মানির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ তবে ব্রাজিলের মতো দলকে ৭-১ গোলে হারানোর পর আত্মবিশ্বাসী জার্মান শিবির৷ প্রতিপক্ষ আর্জেন্তিনার সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসি৷ তাঁর অধিনায়কত্বেই ২৪ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে নীল-সাদারা৷ তবে কোনও ব্যক্তিগত প্রতিভার ওপরে নির্ভর করছে না জার্মানি৷ তাদের একটাই মন্ত্র টিম গেম৷ যদিও সুযোগসন্ধানী মেসিকে রুখতে সতর্ক জার্মান রক্ষণ৷
জার্মানির গোলের নিচে লো’-এর ভরসা ম্যানুয়েল ন্যুয়ের৷ অন্যদিকে, তিন খুঁটির নীচে সাবেয়া ভরসা রোমেরোর বিশ্বস্ত হাত৷
সব মিলিয়ে মারাকানার ফাইনাল বারুদে ঠাঁসা৷ বিস্ফোরণের অপেক্ষায় গোটা পৃথিবী৷

FacebookTwitterGoogle+Share

Comments are closed.