বারাণসী, ০৮ নভেম্বর ।। বারাণসীর অসি ঘাটে গঙ্গা পুজো করলেন প্রধানমন্ত্রী মোদি। শনিবার সকাল ৮টা নাগাদ অসি ঘাটে পৌঁছন নরেন্দ্র মোদি। গঙ্গা পুজোর পর স্বচ্ছ ভারত অভিযানে সামিল হন তিনি। কোদাল হাতে মাটি কাটেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশে স্বচ্ছ ভারত অভিযানে, ৯ জনকে মনোনীত করেছেন মোদি। যাঁদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, ক্রিকেটার সুরেশ রায়না, মহম্মদ কাইফ, গায়ক কৈলাস খের-এর মতো বিশিষ্টরা।
ছবি সৌজন্যে দূরদর্শন।