নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ মে ৷৷ শনিবার দুদিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ১৮’র বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বাম সরকারকে উত্খাতের লক্ষ্যে পরিবর্তন যাত্রার সূচনা করলেন তিনি। শেষ তিনি ত্রিপুরা সফর করেছিলেন ২০১৫-র ২৭ এপ্রিল। শনিবার একঝাঁক শীর্ষ নেতাকে নিয়ে সকালের বিমানে আগরতলায় আসেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিমানবন্দরে অমিত শাহকে অভ্যর্থনা জানিয়ে বিমানবন্দর থেকে দলীয় কর্মী সমর্থকরা সুবিশাল বাইক র্যাভলীর মাধ্যমে উনাকে গিতাঞ্জলী স্টেট গেস্ট হাউসে নিয়ে আসেন। দুপুরে গিতাঞ্জলী স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্সে মিলিত হন তিনি। কনফারেন্স শেষে তিনি প্রদেশ বিজেপি’র নানা সংগঠনের শীর্ষ নেতৃত্বদের্রিত্বদেরবইঠক করেন। রবিবার দুপুরে ফটিকরায়ের পি ডব্লিউ ডি মাঠে এক সমাবেশে যোগ দেবার কঠা রয়েছে বিজেপি’র সর্বভারতীয় সভাপতির। এদিনই সন্ধ্যার বিমানে দিল্লী ফিরে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের।
https://www.facebook.com/NewsUpdateOfTripura/videos/803809386438213/