সাংবাদিক সন্মেলনে সি পি আই(এম) এবং কংগ্রেস উভয়কেই নিশানা করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি

amit.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ মে ৷৷ দুদিনের সফরে রাজ্যে এসে বামশাসিত ত্রিপুরায় দাঁড়িয়ে সি পি আই(এম) এবং কংগ্রেস উভয়কেই নিশানা করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শনিবার সকালের বিমানে রাজ্যে এসে দুপুরে গিতাঞ্জলী স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ত্রিপুরায় ১৮’র বিধানসভা নিরবাচনে বিজেপি ক্ষমতায় আসছে বলে দাবি করলেন তিনি। বাম এবং কংগ্রেস, দুই শিবিরকেই কটাক্ষ করে তিনি বলেন, গোটা বিশ্বে মুছে গিয়েছে কমিউনিস্টরা, তেমনই ভারতে নিশ্চিহ্ন হচ্ছে কংগ্রেস, দূরবীন দিয়ে দেখতে হয়। আমি নিশ্চিত, রাজ্যে পরের সরকার হবে বিজেপির। তিনি বিজেপির সাম্প্রতিক উত্থানের প্রসঙ্গ তোলে বলেন, একাধিক রাজ্যে, যেমন মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, অসম, গোয়া ও মনিপুরে ভোটে নজরকাড়া সাফল্য পেয়েছে বিজেপি। একের পর এক নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে মানুষ নরেন্দ্র মোদী সরকারের প্রতি আস্থা জানাচ্ছেন। আমার মনে হয়, নরেন্দ্র মোদী স্বাধীনতা পরবর্তী ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। মানুষের সমর্থন যে তাঁর দিকেই, সাম্প্রতিক নির্বাচনগুলির ফলই তার প্রমাণ। বিজেপি’র সর্বভারতীয় সভাপতি বলেন, ১০৪টি উপগ্রহ সাফল্যের সঙ্গে পাঠানো মহাকাশ ক্ষেত্রে বিজেপি-এনডিএ সরকারের এক দারুণ সাফল্য। তিনি বলেন, গত ২৫ বছর ধরে ত্রিপুরায় চলছে দুর্নীতিরাজ। আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে, নিরাপত্তা নেই মহিলাদের। ইদানীং বাম-বিজেপি সংঘর্ষ হচ্ছে ত্রিপুরায়। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, শাসক দল সন্ত্রাস চালিয়ে গেলে বিজেপির পায়ের তলার মাটি আরও শক্ত হবে। সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিন তালাক নিয়ে তিনি বলেন, তিন তালাক মুসলিম মহিলাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। আমরা তালাকের বিপক্ষে। এই ইস্যুতে আমাদের পার্টির অবস্থান ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জানিয়েও দেওয়া হয়েছে। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রভারী সুনিল দেওধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।
https://www.facebook.com/NewsUpdateOfTripura/videos/803809386438213/
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*