দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৮ নভেম্বর ।। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার লালবাহাদুর বনাম এগিয়েচল সংঘ- ত্রর মধ্যে রাখাল শীল্ডে ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। উত্তেজনা পূর্ণ ফুটবল ম্যাচে পেনালটি শূট আউটে লালবাহাদুর এগিয়েচল সংঘকে পরাজিত করে ফাইনালের ছারপত্র যোগার করে নিয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার রাখাল শীল্ডে ফুটবলের ফাইনাল ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে ছিল টান টান উত্তেজনা।
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।