গৃহঋণে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক

sbiজাতীয় ডেস্ক ৷৷ গৃহঋণ যাঁরা নিতে চলেছেন, তাঁদের জন্য সুখবর। গৃহঋণে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ঘোষণা, সরকারের নতুন প্রকল্পে ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ কমল ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ। ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে নতুন গ্রাহকদের এখন সুদ দিতে হবে ৮.৩৫% হারে।নতুন মহিলা গ্রাহকরা এই প্রকল্পে বেতনভুক মহিলা গ্রাহকরা নয়া সুদের হারে ঋণ পাবেন। বেতনভুক নন, এমন মহিলা গ্রাহকরা পাবেন ২০ বেসিক পয়েন্ট কম সুদে। পুরুষ গ্রাহকদের জন্য এই ঋণ গ্রহণের সময়সীমা ৩১ জুলাই। এরমধ্যে মধ্যে ঋণ নিলে পুরুষ গ্রাহকদের সুদ দিতে হবে ২০ বেসিক পয়েন্ট কম অর্থাৎ ৮.৪ শতাংশ হারে। এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর রজণীশ কুমার সংবাদসংস্থাকে এ কথা জানিয়েছেন। আগামীকাল থেকেই সুদের হারে এই হ্রাস প্রযোজ্য হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*