নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷৷ মঙ্গলবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে শ্রদ্ধার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ বিশিষ্ট জনেরা রবীন্দ্র প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উচ্চশিক্ষা অধিকর্তা ডঃ বিপ্রদাস পালিত, রাজ্য শিক্ষা গবেষনা ও প্রশিক্ষণ পর্ষদের অধিকর্তা রতীশ মজুমদার, রবীন্দ্র গবেষক সুবিমল রায়, বিশিষ্ট ককবরক লেখক নরেশ চন্দ্র দেববর্মা, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা কুন্তল দাস, মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবছর রবীন্দ্র পুরস্কার – ২০১৭ তে ভূষিত করা হয় যথাক্রমে রবীন্দ্র গবেষক সুবিমল রায় এবং ককবরক লেখক নরেশ চন্দ্র দেববর্মাকে। মন্ত্রী তপন চক্রবর্তী ও ভানুলাল সাহা তাদের প্রত্যেকের হাতে শাল, মানপথ, বই ও ১৫,০০০ টাকার চেক তুলে দেন।