সাংগঠনিক সুবিধার্থে বিজেপি রাজ্য কমিটির পরিবর্ধন

bjpনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷৷ রাজ্যে ১৮’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সুবিধার্থে বিজেপি রাজ্য কমিটির পরিবর্ধন করা হয়েছে। সেই সঙ্গে সদর জলাকে যথাক্রমে সদর-গ্রামীন ও সদর-শহর এবং সিপাহিজলা জেলাকে উত্তর ও দক্ষিণ দুটো ভাগে ভাগ করা হয়েছে। সদর গ্রামীণ জেলার অন্তর্গত মন্ডলগুলি হল সিমনা, মোহনপুর, বামুটিয়া, বড়জলা, মান্দাই, খয়েরপুর, মজলিশপুর। সদর গ্রামীণ জেলার অন্তর্গত মন্ডলগুলি হল আগরতলা বড়দোয়ালী, রামনগর, বনমালীপুর, সূর্যমণিনগর, প্রতাপগড় , বাধারঘাট। নবগঠিত সিপাহীজলা (উত্তর) জেলার অন্তর্গত মন্ডলগুলি হল বিশালগড়, কমলাসাগর, নলছড়, বক্সনগর, ধনপুর। মঙ্গলবার বিজেপি সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সুনিল দেওধর জানায়, রাজ্য স্থরে বিজেপি প্রদেশ সহ-সভাপতি এবং ধলাই প্রভারী রামপদ জমাতিয়া, প্রদেশ সহ-সভাপতি অশোক দেববর্মা, সভাপতি কিষান মোর্চা জহর দেববর্মা, সভাপতি মহিলা মোর্চা পাপিয়া দত্ত, প্রদেশ সম্পাদক প্রমোদ রিয়াং, প্রদেশ সম্পাদক কল্যানী রায়, প্রদেশ সম্পাদক নীতিশ দে, আমন্ত্রিত অভিস বেয়ারার, প্রবক্তা এবং আহ্বায়ক, প্রদেশ নির্বাচন পরিচালনা বিভাগ ডাঃ অশোক সিনহা, প্রদেশ প্রবক্তা মৃণাল কান্তি দেব, সভাপতি সদর-শহর মানিক দাস, সভাপতি সদর-গ্রামীন অসিত রায়, সিপাহীজলা (উত্তর) সভাপতি অঞ্জল প্যরকায়িস্তজল পুরকায়প্ত। সিপাহীজলা (দক্ষিন) সভাপতি রতন দাস, ধলাই জেলা সভাপতি পরিমল দেববর্মা, সিপাহীজলা (দক্ষিন) প্রভারী অলক ভট্টাচার্য, সিপাহীজলা (উত্তর) প্রভারী রাজীব ভট্টাচার্য, দক্ষিন ত্রিপুরা প্রভারী সুবল ভৌমিক, গোমতী প্রভারী সুব্রত চক্রবর্তী, সদর শহর প্রভারী প্রতিমা ভৌমিক, সদর গ্রামীণ প্রভারী রামপ্রসাদ পাল, খোয়াই প্রভারী অমিত রক্ষিত, ঊনকোটি প্রভারী যাদব দেবনাথ, উত্তর প্রভারী নীতিশ দে, ধলাই প্রভারী রামপদ জমাতিয়া সহ ৯ জন আমন্ত্রীত রাজ্য কমিটির সদস্য হল বামুটিয়া থেকে প্রকাশ দাস, উদয়পুর থেকে বিপ্লব ঘোষ ও মোঃ হারুন মিঞা, ছামনু থেকে রবীন্দ্র চক্রবর্তী, আগরতলা থেকে নারায়ণ চক্রবর্তী, শান্তিরবাজার থেকে গৌরীশঙ্কর রিয়াং, বিশালগর থেকে নিতাই চৌধুরী, প্রতাপগড় থেকে রেবতি মোহন দাস এবং রতন চক্রবর্তীকে পরিবর্ধন করা হয়েছে। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য প্রভারী সুনিল দেওধর, দক্ষিন ত্রিপুরা প্রভারী সুবল ভৌমিক, প্রদেশ নির্বাচন পরিচালনা বিভাগ ডাঃ অশোক সিনহা, প্রদেশ সম্পাদক কল্যানী রায় প্রভৃতি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*