ভারতের বিরুদ্ধে পাল্টা সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের

pakআন্তর্জাতিক ডেস্ক ৷৷ ভারতের বিরুদ্ধে এবার পাল্টা সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ করল পাকিস্তান। ভারতীয় জওয়ানদের গোলাবর্ষণে একজন নিহত এবং তিন জন আহত হয়েছেন বলে অভিযোগ পাক সরকারের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে ভারতের ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানো হয়েছে বলে সূত্রের খবর। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া ট্যুইট করে অভিযোগ করেছেন, ‘তান্ডার, সবজকোট, খুইরাত্তা, বারন, বাগাসর ও খঞ্জর অঞ্চলে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে।’ পাক অধিকৃত কাশ্মীরের কোটি শহরের সিনিয়র পুলিশ সুপার চৌধুরী জুলকারনাইন সরফরাজ বলেছেন, গতকাল রাত থেকে ক্রমাগত মর্টার শেলিং করতে থাকে ভারতীয় সেনাবাহিনী। আজ সকালে অবশ্য শেলিং কমে যায়। গতকাল রাত দুটো নাগাদ সবজকোট গ্রামে একটি বাড়ির উপর গোলা পড়ে ঘুমন্ত অবস্থায় রিজওয়ান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়। তার ভাই কামরান (১৪) ও ৮০ বছর বয়স্ক ঠাকুমা বিলায়ত বেগম আহত হয়েছেন। খুরিয়াত্তা সেক্টরের তায়িন গ্রামে রাজা আজিজ (৭৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরফরাজের আরও অভিযোগ, এর আগেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে ভারত। গত সপ্তাহে কোটলি জেলার নাকিয়াল সেক্টরের ধরোতি মোহরা গ্রামে একটি বাড়ির উপর গোলাবর্ষণ করে ভারতীয় সেনাবাহিনী। সেই ঘটনায় একই পরিবারের চার জন আহত হন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*