বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ মে ৷৷ গার্ড অফ অনারের মাধমে শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত সম্পন্ন হল রাজ্যের বীর শহীদ অমল সরকারের। শহীদ অমল সরকারের বর মেয়ে উনার মুখাগ্নি করেন। উল্লেখ্য, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার বাসিন্দা অমল সরকার (৪৮) এসএসবি-র ১৫নং বেটেলিয়ানের নায়েব সুবেদার ছিলেন। মঙ্গলবার আসামের কোকড়াঝড়ে এন ডি এফ বি সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলীর লড়াইয়ে শহীদ হয়েছিলেন তিনি। শুক্রবার, সকালে বিশেষ বিমানে উনার মৃতদেহ আগরতলা বিমান বন্দরে নিয়ে আসা হয়। সেখানে শহীদকে নিজ গ্রামে নিয়ে আসা হলে শান্তিরবাজার থেকে এক সুবিশাল বাইক র্যা লির মাধ্যমে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহ বাড়িতে পৌছুতেই শেষবারের মত বীর শহীদকে দেখার জন্য গ্রামের মানুষ ঝাপিয়ে পড়েন। অমল সরকারের বীরত্বের কথা সংবাদ মাধ্যমের কাছে জানান এসএসবি-র ডি আই জি সৌরভ ত্রিপাটি। অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ও মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান কারা মন্ত্রী মনিন্দ্র রিয়াং। সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, এ ডি এম উত্তম মন্ডল, দক্ষিণ পুলিশের পদস্থ আধিকারিকরা। উপস্থিত সকলেই শহীদ অমল সরকারের মৃতদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।