প্রশাসনিক তৎপরতায় কুড়ি লক্ষ টাকার সরকারী সামগ্রী উদ্ধার

pipeগোপাল সিং, খোয়াই, ১৬ মে ৷৷ বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যানপুর থানা এলাকার গৌরাঙ্গটিলা এলাকায় জেলা শাসক, আরডি দপ্তর ও পুলিশের যৌথ হানায় উদ্ধার হল কুড়ি লক্ষ টাকার সরকারী সামগ্রী। গৌরাঙ্গটিলা নিবাসী অজিত, তপন ও অরুন বীর-এর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে হানা দেন জেলা শাসক অপূর্ব রায়, ডিসি পৃত্থিরাজ দেবনাথ, আরডি দপ্তরের মুখ্য-বাস্তুকার শৈবাল ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার ধীরেন্দ্র দেববর্মা সহ বিশাল টিএসআর বাহিনী। এদের বাড়ী-ঘরে হানা দিয়ে পিভিসি প্লাস্টিক ও জিআই পাইপ, ১৯টি টু-এইচ-পি পাম্প সেট, সিমেন্ট সহ অন্যান্য সরকারী সামগ্রী আটক করা হয়। আরডি দপ্তরের মুখ্য-বাস্তুকার শৈবাল ভট্টাচার্য্য মিডিয়া কর্মীদের জানান, গোপন সূত্রের ভিত্তিতেই হানা দেওয়া হয়েছে এবং তল্লাশী চালিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার উপর অধিকাংশ সরকারী সামগ্রী উদ্ধার করা হয়েছে। অধিকাংশ সামগ্রীতেই আরডি দপ্তরের শিলমোহর রয়েছে। তবে কিছু কিছু সামগ্রী শিলমোহর ছাড়াও রয়েছে। তাই এই সামগ্রীগুলি কোন দপ্তরের তাও খতিয়ে দেখা হবে এবং সুষ্ঠু তদন্তক্রমে ঘটনার মূল রহস্য বের হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতে আচমকা প্রশাসনিক অভিযানে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় গৌলাঙ্গটিলা গ্রামে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*