নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে ৷৷ ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড এবং হোটেল পোলো টাওয়ার্স গ্রুপের যৌথ উদ্যোগে একটি চার তারা হোটেলের শিলান্যাস হল মঙ্গলবার। আগরতলাস্থিত কুঞ্জবনে প্রস্তর ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই চার তারা হোটেলের আনুষ্ঠানিক শিলান্যাস করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের প্রথম চার তারা হোটেলের শিলান্যাস অনুষ্ঠানের সাক্ষী থাকতে এলাকার অনেকেই অনুষ্ঠান স্থলে হজির হয়। মূখ্যমন্ত্রী তার ভাষনে হোটেলের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য নির্মাণকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক ঝুমু সরকার, মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য সরকারের প্রধান সচিব লোকরঞ্জন, হোটেল পোলো টাওয়ার্স গ্রুপের এম ডি কিষাণ টিব্রিওয়ালা, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের এম ডি অনিন্দ্য কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক।