নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷৷ ১২ দফা দাবীতে বৃহস্পতিবার রাজ্যব্যাপী ২৪ ঘন্টার ধর্মঘট পালন করা হয়েছে। যদিও রাজ্য সরকার বনধের বিরোধিতা করেছে। রাজ্যে সর্বত্র ২৪ ঘন্টার বনধ সফল করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সর্বাত্মক প্রচার চালিয়েছে। ১২ দফা দাবীর মধ্যে মূল দাবী হচ্ছে রাজ্যে চিট ফান্ড ইস্যুতে রাজ্য সরকারকে তাদের আমানত ফিরিয়ে দিতে হবে। সকাল থেকেই রাজধানীতে প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে।