নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷৷ গত তিন বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রাজধানীর বুকে ঘটা করে উদ্বোধন হয়েছিল নবনির্মিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের। সঙ্গে ভবনের সামনে বিশ্বকবির মূর্তি স্থাপন করা হয়েছিল। যেখানে ঘটা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্বকবির মর্মর মূর্তি স্থাপন করা হয়েছিল। সেখানে বিশ্বকবির মূর্তি স্থাপনের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল সমালোচনা মূর্তির অবয়ব নিয়ে। অবশেষে জনতার চাপে বিশ্বকবির মূর্তি সরিয়ে নেয়া হয়। এতদিন শকুন্তলার রাস্তা দিয়ে যাঁরা যাতায়াত করতেন, তাদের চোখ চলে যেত অজান্তেই সেই শূন্য আসনে। অবশেষে তিন বছর পর শূন্য আসন পূর্ণ হল। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বসলো বিশ্বকবির মর্মর মূর্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই বিশ্বকবির নতুন মূর্তি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য।