নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷৷ নব নির্মিত ৩.২ এম এল ডি ক্ষমতা সম্পন্ন ভূ-গর্ভস্থ পানীয় জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন হয়। শুক্রবার বিকেল ৪টায় আগরতলা পুর নিগম এলাকার পূর্ব জোনের অন্তর্গত আড়ালিয়াস্থিত নব নির্মিত এই ভূ-গর্ভস্থ পানীয় জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে অন্যান্যসের মধ্যে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক রামু দাস, আগরতলা পুর নিগমের পারিষদ কল্পনা ঋষি দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। পানীয় জল পরিশোধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে এলাকার প্রচুর মানুষ উপস্থিত হন।