নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের মুকুটে যুক্ত হল আরও দুটি নতুন পালক। রাজধানীর আই জি এম হাসপাতালে শুক্রবার একই সাথে উদ্বোধন হল প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস কর্মসূচী ও অসংক্রামক রোগের (এন সি ডি) ক্লিনিক। আই জি এম হাসপাতালে পাশে টি বি এসোসিয়েশনের হলে শুক্রবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এই দুটি কর্মসূচীর উদ্বোধন করেন। উল্লেখ্য, আই জি এম হাসপাতাল সহ রাজ্যের আরও ৪টি জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার প্রতিস্থাপনের জন্য গত ১৯ জনুয়ারী, ২০১৭ স্বাস্থ্য দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গর ‘এসকেম সঞ্জীবনী প্রাইভেট লিমিটেদ’-র মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। তারই অঙ্গ হিসেবে আই জি এম হাসপাতালে শুক্রবার ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়। অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, বহুমুত্র, ক্যান্সার, বৃক্ক ও শ্বাসজনিত ইত্যাদি রোগের যত দ্রুত সম্ভব রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নন- কমিউনিক্যাবল ডিজিস বা অসংক্রামক ক্লিনিক খোলা হয়েছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের রোগ প্রতিরোধে প্রতিনিয়ত পরামর্শ ও চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের এম ডি ডঃ শৈলেশ কে যাদব, আই জি এম হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ রাধা দেববর্মা।