নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে ৷৷ পলিটেকনিক ছাত্রী আনোয়ারা চৌধুরীর হত্যাকান্ডে হাসপাতালের চিকিৎসা গাফিলতি এবং আনোয়ারার সঠিক রিপোর্ট প্রকাদ করে দোষীদের উপযুক্ত শাস্থির দাবীতে ফের পথে নামে ছাত্রছাত্রীরা। শনিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীর সামনে থেকে ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। ‘আনোয়ারা ছাত্র সমাজ’-র অভিযোগ, এক হতাকান্ডকে কেমন করে স্বাভাবিক মৃত্যু হয়ে দাঁড়ায়? ছাত্রছাত্রীদের অভিযোগ, আনোয়ারার চিকিৎসায় চিকিৎসকদের চরম গাফিলতি ছিল। রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর কত শীত ঘুমে থাকবে? এই অভিযোগ এনে ‘আনোয়ারা ছাত্র সমাজ’ এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে শহরে।