দু’দিন ব্যাপী আগরতলা উৎসবের সূচনা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে

SSCJ SSCJ.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে ৷৷ শাস্ত্রীয় সঙ্গীতের মাধমে শুরু হল দু’দিন ব্যাপী ঐতিহ্যশালী ‘আগরতলা উৎসব-২০১৭’। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। ২০০৮ সাল থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে প্রতিবছর রাজ্যে আগরতলা উৎসবের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পন্ডিত বিরজু মহারাজ, পন্ডিত হরিপ্রসাদ চুরাশিয়া, গিরিজা দেবী, শুভা মৃদ্গাল, তাতাল আজিজ, উস্তাদ রসিদ খান, পন্ডিত বিশ্বমোহন ভাট, রাজ্যের বিশিষ্ট শিল্পী ত্রিপুরেন্দ্র ভৌমিক, তিথি দেববর্মণ সহ আরও অনেকেই অংশ নিয়েছেন। শনিবার আগরতলা উৎসবের প্রথম দিনে বিশিষ্ট তবলা শিল্পী ওজস আধিয়া এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী অংশ গ্রহন করেন। এছাড়াও দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট সারদ বাদক আমন আলি খান ও মণিপুরের বিশিষ্ট নৃত্য শিল্পী বিশ্ববতী দেবী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*