নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও আগামী ১লা জুলাই, ২০১৭ থেকে চালু হতে চলেছে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স (GST)। এবিষয়ে শনিবার রাজ্য অর্থ দপ্তরের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে সচিবালয়ের ২নং কনফারেন্স হলে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, ২০০৬ সালে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সভাপতি করে সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এরপর বিভিন্ন পর্যায়ে বৈঠকের ১০ বছর পর অর্থাৎ ২০১৬ সালে বিল্টি সংবিধানিক রুপ পায়। তিনি জানান, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স ব্যবস্থাটি অনলাইনে পরিচালিত হবে। স্টেট GST স্ব স্ব রাজ্যের বিধানসভায় পাশ করাতে হবে। আগামী ২৩শে মে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে দি ত্রিপুরা গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ২০১৭ বিলটি পেশ করা হবে বলে তিনি জানান। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের GST-র নোডাল অফিসার অশীণ বর্মণ ও ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস ডঃ দেবমিতা কিলিকদার।