দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ নভেম্বর ।। ত্রিপুরায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনা নিয়ে সরব হয়েছে ত্রিপুরা লইয়ারস এসোসিয়েশন। সোমবার সংস্থার তরফে ১০ দফা দাবী নিয়ে মহামান্য রাজ্যপালের দ্বারস্থ হয়ে দাবী সনদ তুলে দেয়া হয়। সাম্প্রতিক সময়ের যাবতীয় কলঙ্কিত পর্বের সুষ্ঠু তদন্তে ত্রিপুরা লইয়ারস এসোসিয়েশন CBI তদন্তের দাবী তুলেছে। নারী নির্যাতন, অর্থ আত্মসাৎ, এর ক্ষেত্রে কঠোর আইন প্রযোগ, পাঁচ বছর কোর্স করা আইনজীবিদের পাঁচ হাজার টাকা স্টাইপেন্ড প্রদানের ব্যবস্থা করা সহ আইনজীবিদের বিভিন্ন কল্যানমূলক সহায়তা করার দাবী করা হয়েছে। ত্রিপুরা লইয়ারস এসোসিয়েশন সূত্রে জানা গেছে মহামান্য রাজ্যপাল এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন।
রাজীব সাহার তোলা ছবি।