লাইনচ্যুত মুম্বই-লখনউ লোকমান্য তিলক এক্সপ্রেসের ১১টি কামরা

chkজাতীয় ডেস্ক ৷৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ে লাইনচ্যুত হয়ে গেল মুম্বই-লখনউ লোকমান্য তিলক এক্সপ্রেসের ১১টি কামরা। আজ দুপুর ১.৪০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। তবে কোনও ক্ষয়-ক্ষতির খবর নেই। কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। কারও চোটই গুরুতর নয়। তবে রেল লাইনের বোল্ট উধাও হয়ে গিয়েছে। ফলে নাশকতার আশঙ্কা করা হচ্ছে। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার (এটিএস) একটি দলকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। যাত্রীদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ট্রেন পাঠানো হয়। রেল সূত্রে জানা গিয়েছে, উন্নাও স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময়ই লাইনচ্যুত হয় ট্রেনটির কামরাগুলি। উত্তর রেলের জেনারেল ম্যানেজার সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেশনে ঢোকার সময় ট্রেনের গতি কমিয়ে দিয়েছিলেন চালক। সেই কারণেই বিপদ এড়ানো গিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*