নতুন কমিটি নিয়ে যাত্রা শুরু করল ‘ত্রিপুরা ফোটো জার্নালিস্টস এসোসিয়েশান’

TPJAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷৷ রাজ্যের চিত্র সাংবাদিকদের নিয়ে নুতন ভাবে নব আঙ্গিকে নবীন-প্রবীন মিলিয়ে ৩৩ জনের নুতন কমিটি নিয়ে যাত্রা শুরু করল ‘ত্রিপুরা ফোটো জার্নালিস্টস এসোসিয়েশান’। রবিবার সকালে আগরতলা প্রেস ক্লাবে ‘ত্রিপুরা ফোটো জার্নালিস্টস এসোসিয়েশান’-র এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিষ্ঠ চিত্র সাংবাদিক বিকাশ কোলে সহ এই কমিটির সদস্যরা। এই সভায় নতুন সদস্যদের বরণ করা হয় এবং আগামী দু’বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিনাকী দাস, সহ-সভাপতি রঞ্জন রায়, সাধারণ সম্পাদক অরিন্দম দে, সহ-সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও মনীষ আচার্য, কোষাধক্ষ্য চিন্ময় চৌধুরী, সহ-কোষাধক্ষ্য সুমিত সিনহা। কার্যকরী কমিটিতে রয়েছেন জয়ন্ত দে, রাজু ভৌমিক, প্রবীর দেববর্মা, অমল শীল, বিশ্বজিৎ দে ও দেবাশিষ রায়। এছারাও সভায় ডিসিপ্লিনারি কমিটি, স্ক্রুটিনি কমিটি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি নামে তিনটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। ডিসিপ্লিনারি কমিটিতে রয়েছেন বিকাশ কোলে, কমল মিত্র, বিকাশ ধর, প্রণব চৌধুরী ও প্রলয়জ্যোতি পাল। স্ক্রুটিনি কমিটিতে রয়েছেন সুমন দেবরায়, বাপী রায়, অভিষেক দেববর্মা, প্রানগোপাল আচার্য ও কাজল কৈরি। ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটিতে রয়েছেন সজল চক্রবর্তী, অভিষেক দে, জাকির হোসেন, প্রণব শীল, অর্পণ দে, শান্তনু চক্রবর্তী, অভিষেক সাহা, দীপঙ্কর দাস, সুশান্ত দাস ও সুব্রত দেবনাথ। উল্লেখ্য, গত ১লা মে একটি রাজধানীর একটি বেসরকারী হোটেলে এসংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*