বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ মে ৷৷ শান্তির বাজার মহকমার অন্তরগত উত্তর তাকমা হাইস্কুলে সাউথজুন টি টি এডিসির উদ্দ্যোগে এই ক্রিরা অনুষ্ঠান অনুষ্ঠিতহয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনাকরেন তথ্য সাংস্কৃতিক, পর্যটন ও ক্রীড়া যুবকল্যান দপ্তরের কার্য্যনির্বাহী সদস্য শ্রী পরিক্ষত মুড়াসিং, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা শাসক সি কে জমাতিয়া , রাজেন্দ্র রিয়াং , সমেরেন্দ্র দের্বমা, জোনাল অফিসার ( জেড ডি ও ) ভবেশ দের্বমা ও অন্যান্য আধিকারকগন। এই ক্রিরা অনুষ্ঠানে ২ টি মহুকুমা থেকে ১০ টি সাবজোনাল অংশগ্রহন করেন আর ১৪ টা ইভেন্টের উপর খেলা সংগঠিতহয়। অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতেগিয়ে বক্তারা এই খেলাধূলার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। খেলা দেখারজন্য মাঠে অনেক লোকজনের সমাগম ঘঠে। এই খেলায় আনন্দর সহিত অংশগ্রহনকরেন। খেলাশেষে জয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়াহয়।