মিছিলের মধ্য দিয়ে অঙ্গনওয়াড়ী, আশা কর্মীদের ডেপুটেশা

Untitled-2দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ নভেম্বর ।। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বর্তমান মাসোহারায় সংসার প্রতিপালন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাঁর মধ্যেই কেন্দ্রীয় প্রকল্প আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীদের বেসরকারী করার প্রয়াসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যে আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীরা মিছিল ও ডেপুটেশানে সামিল হয়েছেন। সোমবার, রাজধানীতে CITU অনুমোদীত সারা ভারত শ্রমজীবি মহিলা সমন্বয় কমিটি ৫ দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে। বেতন ১৫ হাজার টাকা, সামাজিক সুরক্ষা সহ অন্যান্য দাবীতে সদর SDM-র কাছে ডেপুটেশনের মধ্য দিয়ে দাবী সনদ তুলে দিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*