আগরতলা, ২৩ মে ৷৷ ২২শে মে, ২০১৭ (সোমবার) পশ্চিমবঙ্গে বামেদের নবান্ন অভিযানে পেশাগত দায়িত্ব পালন করে গিয়ে বাম কর্মী সমর্থকদের পাশাপাশি প্রচুর চিত্র সাংবাদিক পুলিশের লাঠি চার্জের শিকার হন। পুলিশের হাতে চিত্র সাংবাদিক নিগ্রহের ঘটনাকে নিন্দা জানায় ‘ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশান’। এসোসিয়েশান চিত্র সাংবাদিক ও নিগৃহীত ইলেকট্রনিক্সক্স মিডিয়ার ক্যামারাম্যানদের প্রতিও সমবেদনা জনিয়েছে। মঙ্গলবার এক প্রেস রিলিজে এই সংবাদ জানান এসোসিয়েশানের সাধারণ সম্পাদক অরিন্দম দে।