রাজ্যজুড়ে ১৬টি শহরাঞ্চলে পানীয় জল পরিশোধন প্রকল্প চালু আছে – রতন ভৌমিক

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে ৷৷ মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর স্মৃতিচারণ করেন। তাঁর অকাল প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে ও তাঁর পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে। বিধানসভার সদস্য-সদস্যাগণ তাঁর স্মৃতির উদ্দেশ্যে ২ মিনিট নীরবতা পালন করেন।
অন্যদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরার পশ্চিম চড়কবাই গ্রামের বাসিন্দা শহিদ বীর জওয়ান অমল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্য-সদস্যাগণ ২ মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে। ত্রিপুরা বিধানসভায় আসামের এন ডি এফ বি জঙ্গীদের এই বর্বরোচিত আক্রমনের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।
তাছাড়া মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে বিধায়ক রতন লাল নাথের প্রশ্নের লিখিত উত্তরে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক জানান, রাজ্যজুড়ে ২০টি শহরাঞ্চলের মধ্যে ১৬টিতে পানীয় জল পরিশোধন প্রকল্প চালু আছে। অবশিষ্ট ৪টির মধ্যে ৩টিতে এই প্রকল্প চালু করার কাজ এগিয়ে চলেছে। মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের এ ডি সি এলাকায় ৩৬ দশমিক ৩৫ শতাংশ মানুষ ট্রিটম্যান্ট প্ল্যান্টের মাধ্যমে পানীয় জল পাচ্ছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*