
অন্যদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরার পশ্চিম চড়কবাই গ্রামের বাসিন্দা শহিদ বীর জওয়ান অমল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্য-সদস্যাগণ ২ মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে। ত্রিপুরা বিধানসভায় আসামের এন ডি এফ বি জঙ্গীদের এই বর্বরোচিত আক্রমনের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।
তাছাড়া মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে বিধায়ক রতন লাল নাথের প্রশ্নের লিখিত উত্তরে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক জানান, রাজ্যজুড়ে ২০টি শহরাঞ্চলের মধ্যে ১৬টিতে পানীয় জল পরিশোধন প্রকল্প চালু আছে। অবশিষ্ট ৪টির মধ্যে ৩টিতে এই প্রকল্প চালু করার কাজ এগিয়ে চলেছে। মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের এ ডি সি এলাকায় ৩৬ দশমিক ৩৫ শতাংশ মানুষ ট্রিটম্যান্ট প্ল্যান্টের মাধ্যমে পানীয় জল পাচ্ছেন।